Industrial Training Courses


বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনস্থ সরকারী ও বেসরকারী পলিটেকনিক সমূহের ছাত্র-ছাত্রী দের জন্য একটি অপরিহার্য বিষয় হলো ৮ম পর্বের “ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট”। নিজস্ব ইন্সটিউট-এ ৭ টি পর্ব শেষ করার পর প্র্যাক্টিক্যাল ফিল্ডে নিজেকে মানিয়ে নেয়া, নিজের জ্ঞান ও দক্ষতার ঝুলিতে আরো নতুন কিছু যোগ করা, পুরনো টপিকসগুলোকে আরো শাণিত করার জন্য দরকার উপযুক্ত দিকনির্দেশনা। উপযুক্ত দিকনির্দেশনা না পাওয়ার কারনে অনেককেই বেকারত্বের হতাশায় ভুগতে হয়, অনেক সম্ভাবনাময় প্রকৌশলী হারিয়ে যায় নিজস্ব সেক্টর থেকে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছেন তাদের সকলেরই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অনেক গুরুত্ব পূর্ণ। সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নেক্সট টেক লিমিটেতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করেছে। যেখানে আপনি পাবেন যুগোপযুগী ও প্রফেশনাল কাজ শেখার নিশ্চয়তা।

ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং বা আমরা অনেকে বাস্তব প্রশিক্ষণ বলি অর্থাৎ বাস্তব প্রশিক্ষণ বা প্রাকটিক্যাল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। ধরুন আপনি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, আপনার দরকার নির্দিষ্ট বিষয়ের উপর বাস্তব/প্রাকটিক্যাল ধারণা নেবার (যেমন: একটা সফটওয়্যার বানানো, ওয়েবসাইট ডিজাইন করা, নিজ হাতে নেটওয়ার্কিং করা, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বানানো ইত্যাদি)। এই সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে যেতে হবে কোন ভাল প্রতিষ্ঠানে শিখতে হবে যুগোপযোগী কাজ, এই সব কথা মাথায় রেখে ই-ফিউচারবিডি নিয়ে এসেছে কম্পিউটার, ইলেকট্রনিক্স, সিভিল বিভাগের স্টুডেন্ট দের জন্য কিছু বাস্তব/প্রাকটিক্যাল বেসড ট্রেনিং।
আরো গুরুত্বপূর্ন কয়েকটি বিষয় সংক্ষিপ্তভাবে নিম্নে উল্লেখ করা হলোঃ

** প্রাইভেট কোম্পানীতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী পাওয়ার জন্য সুপারিশ কার্যকরী নয়, প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ের উপর ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক।

** যারা ডিপ্লোমায় নিজেদেরকে অন্তর্ভূক্ত করেছে, তারা কিন্তু ২বছর মেয়াদী ইন্টারমিডিয়েটে ভর্তি হয় নি; ৪ বছর মেয়াদী ডিপ্লোমা পাশের পর যদি বেকার-ই থাকতে হয়, তাহলে ২ বছর সময় কেন বেশি অতিবাহিত করা হলো ??!!! (চাকুরী লাগবে, অবশ্যই লাগবে, সেটা ডিপ্লোমা পাশের পর পর-ই; সেই জন্য দরকার উপযুক্ত গাইডলাইন)

** হুযুগে নয়,ভালভাবে যাচাই-বাছাই করে নিতে হবে কোন কোর্সটি বাংলাদেশের জব মার্কেট হিসেবে নিজের জন্য উপযুক্ত।

** কোর্স ফি বড় কথা নয়, কোর্সটি করার পর চাকুরীর নিশ্চয়তা কতটুকু, সেটাই মূখ্য ব্যাপার।

ইন্ডাষ্ট্রিয়াল/ক্যারিয়ার নিয়ে বিশেষজ্ঞের মতামত জানতেঃ

কল করঃ 01911-987631
mazid@nexttechltd.com

আমাদের বৈশিষ্ট্যসমূহ

আমাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এবং শীর্ষ সফটওয়্যার ফার্ম এর উচ্চ মানের প্রশিক্ষক, যারা এখন প্রাক্টিকা্ল ফিল্ডে কাজ করে থাকে।

কোর্স সমাপ্তি সনদ

কোর্স সমাপ্তির পর আমরা সার্টিফিকেট প্রদান করব।

আমাদের বিশেষ সুবিধা সমুহ

মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজের গ্যারান্টি, হোস্টেল সুবিধা, সব ধরনের বিএসসি ভর্তি ও অন্যান্য সহযোগিতা বিস্তারিত

কেন নেক্সট টেক লিমিটেড

অন্যান্য প্রতিষ্ঠানের মত শুধু কোর্স করানোতেই আমাদের সার্ভিস সীমাবদ্ধ নয়, তোমার চাকুরী পাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা দরকার, করা হবে। বিস্তারিত

আমাদের ডিপার্টমেন্ট সমুহ

1500+ স্টুডেন্টস

নেক্সট টেক লিমিটেড মুলত চাকুরী সম্পর্কিত প্রফেশনাল কোর্স সমূহ এবং শর্ট কোর্স সমূহ পরিচালনা করছে ব্যাক্তিগত কর্মক্ষমতা উন্নত করার লক্ষ্যে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে- প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিজস্ব জ্ঞানকে কাজে লাগিয়ে তার দক্ষতাকে বৃদ্ধি করা; আর বিস্তৃত লক্ষ্য হচ্ছে- শুধু ব্যাক্তিগত নয় বরং দেশের উন্নয়নের অংশ হিসেবে আপনাকে কর্মদক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। বিস্তারিত

150+ প্রোজেক্টস

নেক্সট টেক লিমিটেড ইতিমধ্যেই অত্যন্ত সফলতার সাথে 150+ টির-ও বেশি প্রজেক্ট সম্পন্ন করেছে। যার মধ্যে রয়েছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, হাসপাতাল, গার্মেন্টস, বায়িং হাউজ, ই-কমার্স, প্রাইভেট সংস্থা, ম্যাগাজিন ইত্যাদি্র ওয়েবসাইট ও সফটওয়ার। এছাড়াও সরকারী কিছু প্রজেক্ট বাস্তবায়নাধীন রয়েছে।

Share This Article If You Liked It :)